কুয়াদা যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার সিরাজসিঙ্গা গ্রামের এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ভিকটিম নিজেই।
গত ২৬ জুলাই দায়ের করা মামলায় ওই এলাকার আব্দুল খালেক ওরফে একলাস ফকিরে ছেলে আবু বক্কর সিদ্দিকি ওরফে সুদে বরাতকে আসামি করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক বিষয়টি আমলে নিয়ে প্রবেশন অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। মামলায় বাদী উল্লেখ করেন, লম্পট বরাতের বাড়ির পাশেই তার বাড়ি। সে মাদক ব্যবসার সাথে জড়িত। বরাত বিভিন্ন সময় বাদীকে নানা কু-প্রস্তাব দিয়ে থাকে। বিষয়টি নিয়ে তারা আসামিকে একাধিকবার সাবধান করলেও সে কর্ণপাত করেনি। সর্বশেষ বরাত গত ৫ জুলাই সকালে বাদীর বাড়িতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সে ধর্ষণের চেষ্টা চালায়। বরাত তাকে জাপটে ধরলে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামি পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে কোতোয়ালী থানায় মামলা করতে গেলে থানায় মামলা না নেয়ায় বাদী আদালতের দারস্থ হন। লম্পট বরাতের বিরুদ্ধে এ জাতীয় নানা অপকর্মের একাধিক অভিযোগ রয়েছে বলে এলকাবাসী জানিয়েছে।