কামরুজ্জামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সাংস্কৃতিক অংগনের উজ্জ্বল নক্ষত্র সাংস্কৃতিক ওস্তাদ বলে যিনি খেতো।
ঝিনাইদহ স্বাধীনতার উত্তর এর ও স্বাধীনতার পরবর্তী সময়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠক যে ব্যাক্তিটির হাত ধরে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই এ্যাডভোকেট মোকাররম হোসেন টুলু প্রায় ৪০ বছর বা ৪ দশক ধরে জেলা শিল্প কলা একাডেমির সুনামের সহিত সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন।
তিনি একসময় ঝিনাইদহ (বিডি হল) প্রিয়া সিনেমা হলের নিচেই শিল্প কলা একাডেমির কার্যক্রম শুরু করেন। সেই খান থেকে তিনি ঝিনাইদহে বিশাল জেলা শিল্পকলা একাডেমি ও অডিটোরিয়াম করেছেন।
সদা হাস্যোজ্বল এবং স্পষ্টভাষী ঝিনাইদহ বারের সদস্য ঝিনাইদহ আইনজীবি সমাজের অহংকার।
তিনি ঝিনাইদহ সাংস্কৃতিক জগতের একজন আস্থাভাজন অভিভাবক। ঝিনাইদহ জেলা বাউল সমিতির প্রধান উপদেষ্টা। #এ্যাডভোকেট মোকাররম হোসেন টুলু মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উলেখ্য তিনি স্বাধীনতা পূর্ব সময়ে ঝিনাইদহ সরকারী কে,সি, কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। তার সুস্থতার জন্য সকল শুভাকাঙ্ক্ষীর নিকট দোয়া চাইছেন তার পরিবার।
এ্যাডভোকেট মোকাররম হোসেন টুলু মহামারী করোনার মধ্যে যে ব্যাক্তিটি মানুষকে সচেতনতামূলক ও বিভিন্ন সাহায্য সহযোগিতা করে বেড়িয়েছেন। সেই গাউস গোর্কীর বাবা। এ্যাডভোকেট মোকাররম হোসেন টুলু এখন নিজ বাড়ীতেই চিকিৎসা নিচ্ছেন। তার একমাত্র পুত্র গাউস গোর্কী ও তার পরিবার তার সেবা করে যাচ্ছেন বলে গাউস গোর্কী জানিয়েছেন।
এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করি তাকে যেন দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমীন।