কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর থানা পুলিশের শ্রেষ্ঠ এস আই মোঃ রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়েছেন। রবিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় এস আই রফিককে এ সম্মাননা প্রদাণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম সহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা। বিভিন্ন মামলা ও ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার সহ কাজে সফলতা অর্জন করায় ঝিনাইদহ সদরে সেরা এসআই নির্বাচিত হয়েছেন।
এই বিষয়ে এসআই রফিকুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের সুযোগ্য পুলিশ সুপার স্যার এর সঠিক দিক নির্দেশনায় , আমি চেষ্টা করেছি ভালো কাজ করার জন্য। এসআই রফিক বলেন এই সম্মাননা আমার কাজের গতি আরো বাড়িয়ে দেবে ।