শার্শা ভ্রাম্মমান প্রতিনিধি ঃ যশোরের শার্শায় প্রতি দিনই চুরি হচ্ছে কোথাও না কোথাও। প্রতিদিন চুরি হওয়াতে উলাশী বাজারের সাধারন ব্যবসায়ী ও গ্রামের সাধারন মানুষের ঘুম হারাম হয়ে পড়েছে। চতুর চোর চক্র গভীর রাতে সংঘবদ্ধ ভাবে চুরি করলেও ধরা পড়ছে না। চোর চক্র থাকছে ধরা ছোয়ার বাহিরে। এক দিনের ব্যবধানে আবারো রবিবার রাতে উলাশী বাজারে ৪’টি দোকানে চুরি হয়েছে। জানাগেছে, ১৬ আগষ্ট শনিবার দিনগত রাতে শার্শার উলাশী বাজারের দু’টি আড়ত’র ক্যাশ বাক্স ভেঙে ও সম্বন্ধকাঠি গ্রামের ৪টি বাড়ির ঘরের তালা ভেঙে নগদ টাকা চোরেরা নিয়ে গেছে। ১১ আগষ্ট রাতে উলাশীর গিলাপোল মোড়ে এক রাতে ৭টি দোকানে চুরি হয়েছে।এমন ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারন মানুষ।উলাশী বাজারের আড়ত ব্যবসায়ী সিরাজুল ইসলাম খোকা জানান, তার আড়ত এর সাটার লোহার রড দিয়ে বেকিয়ে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে ব্যবসার দুই লক্ষ টাকা চোরেরা নিয়ে গেছে। অনুরুপ ভাবে উলাশী বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী মহসিন জানান, তারও দোকানের সাটার বেকিয়ে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে সাড়ে ২২ হাজার টাকা ও দুটি গ্যাসের চুলা চোরেরা নিয়ে গেছে। অনুরুপ শাওন কফি সপের মোঃ শাওনের দোকানের সাটার ভেঙে নগদ সাড়ে ৬ হাজার টাকা ও ৫ প্যাকেক ব্যানচোন সিগারেট চোরেরা নিয়ে গেছে। এ ছাড়া চোর চক্র উলাশী বাজারের আব্দুল খালেকের চায়ের দোকানেও চুরি করেছে বলে জানা গেছে। চুরির ঘটনা শুনে শার্শা থানার ওসি তদন্ত তারিকুল হাসান, এস আই ফারুক হোসেন, এস আই তারিকুল ইসলাম ও এস আই সুমন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।চুরির ঘটনায় পুলিশ ঘটনা স্পরিদর্শন করলেও কাউকে চুরির অভিযোগে আটক করতে পারেনি। সাধারন ব্যবসায়ীদের ধারনা রাতের পাহারাদারদের ধরে জিজ্ঞাসা করলে চোর চক্রের সন্ধান বেরিয়ে আসবে। এ ব্যাপারে জানতে চাইলে উলাশী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল ও সাধারন সম্পাদক আলমগীর কবির জানান চুরির বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও শার্শা থানা পুলিশকে অবহিত করেছি। তারা জানান চুরির বিষয়ে ১৮ আগষ্ট বিকাল ৫ টায় উলাশী বাজারে ব্যবসায়ীদের মিটিং ঢাকা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক জানান,চুরির ঘটনা শুনেছি। তিনি বলেন মঙ্গলবার বিকালে উলাশী বাজারে ব্যবসায়ীদের নিয়ে বসা হবে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অভিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, চুরির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। চোর যেই হোক তাকে আটক করে আইনের আওতায় আনা হবে বলে জানান। তিনি আরও বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শালিখায় ভ্রাম্যমান আদালতের অভিযানের তিন ব্যবসায়ীকে জরিমানা
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মৎস্য সংরক্ষণ আইনে উপজেলা সদর আড়পাড়া বাজারের হারাধন রায়,সোহাগ...
মোংলায় বিশেষ অভিযানে পৌর কাউন্সিলর সহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক
মোংলা প্রতিনিধি : মোংলায় বিশেষ অভিযানে মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের সাতজন নেতা-কর্মীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার...
কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশী অস্ত্রসহ আটক -৪
কালিয়া, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলায় দাঙ্গার প্রস্তুতিকালে সেনাবাহিনীর অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এ সময় বেশকিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
বুধবার রাতে কালিয়া...
খানা খন্দে ভরা খুলনা-সাতক্ষীরা মহাসড়ক। গত ৯মাসে ৩৮টি দূর্ঘটনায় প্রাণহানি-৭।
গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খুলনা অংশের ৩৩ কিলোমিটার জুড়েই মরন ফাঁদে পরিনত হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনের টানা বর্ষনে মহাসড়কের প্রায়...
গাংনীতে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী ॥ দুই দিনে ১৭ ডেঙ্গু রোগী শনাক্ত
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। গেল দুই মাস ধরে আশংকাজনকহারে বেড়েই চলেছে ডেঙ্গু...