আম্ফান: এতদিনেও রাস্তার উপর থেকে সারেনি গাছ  জাদূর্ভোগ চরমে 

0
299

মাসুদ রানা, বাঁকড়া প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার ১০ নং শংকরপুর ইউনিয়ন এর কুমরি জগদানান্দকাঠি সড়কের তি রাস্তার মোড় সংলগ্ন কুলবাড়ীয়া ছোট আমতলায় আম্পান ঝড়ে পড়ে যাওয়া গাছটি এখনো পর্যন্ত সরানো হয়নি।আম্ফান ঝড়ে বিধ্বস্ত সরকারি আমগাছটি আযপ্তি এখনো রাস্তার উপরেই সেই ভাবে পড়ে আছে।গাছটি সরকারী হওয়ায় এলাকার লোকজন গাছটি সরাতে পারছেননা। তারা উপর মহলের ভরসায় বসে আছেন। কবে নাগাদ গাছটি অপসারণ হবে সেটাও বুঝতে পারছেননা এলাকার লোকজন।স্হানীয় এলাকা বাসিরা জানান, আম্পান ঝড়ের পর থেকে এভাবেই রাস্তার উপর গাছটি পড়ে আছে,প্রতিদিন এ পথে হাজার হাজার লোক চলাচল করে।গাছটি উপড়ে পড়ার কারনে যানবাহন চলাচলে ও পণ্য পরিবহনে অসুবিধা হচ্ছে। এখানে ছোটখাট দূর্ঘটনা ঘটছে প্রতি নিয়ত।ছোট আমতলার তিন রাস্তার মোড়ের পাশেই কুলবাড়ীয়া বি কে এস মাধ্যমিক বিদ্যালয়, কুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কুলবাড়ীয়া হাফিজিয়া মাদ্রাসা। করোনার কারনে এসব শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিধান্ত নিচ্ছে সরকার। স্থানীয়দের দাবী শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই রাস্তার উপর থেকে যত দ্রুত সম্ভব গাছটি অপসারণ করতে হবে।এ জন্য তারা ওপর মহলের দৃষ্টি আকর্ষন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here