নড়াইলের পল্লীত করোনায় ব্যবসায়ীর মৃত্যু

0
230
নড়াইল জেলা প্রতিনিধিঃ   নড়াইলের লোহাগড়া বাজারের ব্যবাসায়ী তরিকুল ইসলাম লাল্টু (৩৮) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন।
 গতকাল বৃহস্পতিবার রাত সড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলা সদরের পোদ্দারপাড়ার মোঃ আশরাফ আলী খান বাবুর ছেলে।
লোহাগড়া বাজারে তাঁর কাপড় ও ইলেকট্রনিক্সের ব্যবসা ছিল।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার (সংক্রামক রোগ নিয়ন্ত্রণ দায়িত্বপ্রাপ্ত) রিপন কুমার ঘোষ জানান, তিনি করোনা পরীক্ষার জন্য গত ১৫ আগস্ট উপজেলা স্বাস্হ্যকমপ্লেক্সে নমুনা দেন।
গত ১৭ আগস্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে তাঁর করোনা শনাক্ত হয়।
তার পরিবারের সদস্যরা জানান, তিনি ১০-১২ দিন আগে থেকে জ্বরে ভুগছিলেন। ও হালকা শ্বাসকষ্টও ছিল। তিনি উচ্চ-রক্তচাপের রোগী ছিলেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে লোহাগড়া বাজার কবর স্থানে তাকে দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here