, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের মধুমতি নদীতে ডুবে তাসলীয়া নামের আড়াই বছরের এক শি’শুর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার বিকাল ৪টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। তাসলীয়া জয়পুর ইউনিয়নের চরআড়িয়ারা গ্রামের মোঃ কামাল শরীফের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাসলীয়ার মা ঘরের কাজে ব্যস্ত থাকায় শিশুটি অজা’ন্তেই বে’র হয়ে যায়। প্রায় আধা ঘন্টা পরে তাসলীয়ার কথা খেয়াল পড়লে চারিদিকে অনেক খোজাখুঁজি করার পর বাড়ীর পাশে নদীর ঘাটে শিশু তাসলীয়ার লাশ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন নদী থেকে তাসলীয়ার লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শো*কের ছায়া নেমে এসেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিস্চিত করেছে