নাসির আহমেদ, দশমিনা,(পটুয়াখালী) : গতকাল শুক্রবার ছিল রক্ত ঝরা ২১ আগস্ট! ২০০৪ সালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় গ্রেনেড হামলার দ্বাদশ বর্ষ। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিয়ে বর্বরোচিত গ্রেনেড হামলায় কবি নজরুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীতে অধ্যয়নরত এবং ছাত্রলীগ কর্মী পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের মামুন মৃধা নিহত হয়।
দশমিনা উপজেলার পশ্চিম আলিপুর গ্রামের দিনমজুর মোতলেব মৃধার একমাত্র ছেলে কবি নজরুল সরকারি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র মামুন মৃধার ওই হমালায় নিহত হওয়ায় আগস্ট আসলেই তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। রক্ত ঝরা ২১ আগস্টের কথা বলে আর আবেগে মুর্চ্ছা যায় মামুনের মা। মামুন মৃধার পরিবারের অভিযোগ আর্থিক ভাবে তারা তেমন কোন সহযোগিতা পায়নি। নিহত মামুনের মা জানান, কাদা পানির দিনে কত নেতা, কত সাম্বাদিক দেহি বাবা। বিচার অইবে হুনি। কই খুনিগো বিচারতো অয় না। মরনের আগে কি দেইখ্যা যাইতে পারমু এই বিচার? একটা পোলা মরার যন্ত্রনা কেউ কি বোঝে? ১২ বছর ধইরা আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করছি, খুনির ফাঁসি না দ্যাখাইয়া যেন আমারে কবরে না নেয়। নিহত মামুনের পিতা মতলেব মৃধা জানান, এক পোলা চাইর মাইয়া আমার। দস্যুরা আমার ভিটেতে বাতি দেয়ার মানুষটাও খাইল। তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, পোলাডারে বড় ছার বানানের লাই¹া ঢাকার কবি নজরুল সরকারি কলেজে ভর্র্তি করি আর পোলা যাতে খারাপ অইতে না পারে, আমিও সংসার ত্যাগ করে নয়াটোলা স’মিলে গাছ টানার কাজ নেই। বাপরে নিয়া ভালই আছিলাম, বাবারে কোমনে দিয়া জোমে টাইনা নিছে কইতারি না। আইজা বয়স অইছে পোলা না থাকলে কেডায় আমারে খাওয়াইবে। জোমেরা আমার ঘরের বাতি নিভাইয়া দিছে। হেই জোমেগো কোন বিচার নাই। আমাগোর হাড়া বছর কোন খবর নাই কিলাই¹া কাদা পানির মধ্যে আমনেরা আইছেন। এহন বোঝার বাহি নাই সরকার গরীবগোরে নিয়া মশকারা খেলায়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, ২১ আগস্ট আসলে সকলের নজর থাকে এই বাড়ির দিকে। কোন পরিবর্তন নেই। কিছু একটা করে খেতে পারে সরকার সেই ব্যবস্থা করে দিয়েছে। এদিকে গতকাল শুক্রবার মামুন স্মৃতি সংসদের আয়োজনে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়ে। একই সাথে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত মামুন মৃধার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করাসহ এক স্মরন সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন সংগঠন নিহত মামুনের গ্রামের বাড়ী উপজেলার আলীপুরা ইউনিয়নে পশ্চিম আলীপুরা গিয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ও কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত করা হয়। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলীপুরা ইউনিয়নের বাজারে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ. খ.ম জাহাঙ্গীর হোসাইন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ লিটন প্রমুখ। স্মরন সভায় উপজেলা আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।