শার্শায় ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

0
241
জসিম উদ্দিন, শার্শা থেকে : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে  ২১ আগষ্ট খুনি জামায়াত-বিএনপি চক্রের নিক্ষিপ্ত বর্বরোচিত গ্রেনেডে নিহত শহীদ নেতা-কর্মীদের স্মরণে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জনাব নজরুল ইসলাম শেকু ,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জনাব আলমগীর হোসেন, সলিমুল্লাহ হেবু, জনাব সোহরাফ হোসেন এবং ওয়ার্ড আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ৷ আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি নেতৃত্বধানী চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকা কালে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে।
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত জন-সমাবেশে সন্ত্রাসের বিরুেদ্ধ কথা বলতে গিয়ে সন্ত্রাসের শিকার হন বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা। হামলার ধরন ও ভয়াবহতা থেকে এটাও স্পষ্ট হয়ে গিয়েছিল যে, শেখ হাসিনা ও তার দলের শীর্ষ নেতাদের হত্যা করাই ছিল ওই গ্রেনেড হামলা ও গুলি বর্ষণের মূল উদ্দেশ্য।
ঐদিন জামাত বিএনপির ঐ ভয়াবহ গ্রেনেড হামলায় শেখ হাসিনা অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ দলের ২২ নেতাকর্মী এবং তার দেহরক্ষীসহ মোট ২৪  নিহত হন।
আলোচনা শেষে ২০০৪ সালে ২১ আগষ্ট খুনি জামায়াত-বিএনপি চক্রের নিক্ষিপ্ত বর্বরোচিত গ্রেনেডে হামলার সকল নিহত শহীদ নেতা-কর্মীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here