শ্যামনগরে গভীররাতে আকস্মিক আগুনে কলেজ শিক্ষকের বসত ঘর পুড়ে ছাই 

0
227
সুন্দরবন উপকুলীয় প্রতিনিধি::সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুমারেশ কুমার মন্ডলের বসত ঘর আগুনে পুড়ে ছাই।পরিবারবর্গ নিয়ে তিনি এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। সরজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২০  আগষ্ট) দিবাগত রাত আনুমানিক ১.৩০ দিকে কলেজ শিক্ষকের  ছেলের আত্নচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে জ্বলন্ত বসত ঘর থেকে তাকে উদ্ধার করে। কিন্তু ছেলেকে উদ্ধার করতে পারলেও উদ্ধার করতে পারিনি ঘরের আসবাবপত্র। আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে ঘরের সবকিছু পুড়ে হয়ে যায় ছাই। এ বিষয়ে আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুমারেশ কুমার মন্ডল কান্না বিজড়িত কন্ঠে বলেন, আমি জরুরী প্রয়োজনে কয়েক দিন আগে আমার গ্রামের বাড়িতে যাই। আমার প্রতিবেশী অসিম ঘোষের মোবাইল ফোনের মাধ্যমে আমাকে জানান আমার বাড়িতে আগুন লেগেছে। তাৎক্ষণিক ভাবে গ্রামের বাড়ি থেকে এসে দেখি আমার শেষ আশ্রয় টুকু আগুনে পুড়ে শেষ। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইব ডলি এবং সদর ইউনিয়ন পরিষদের সদস্যা মিসেস দেলওয়ারা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here