সাতক্ষীরা প্রতিনিধি ঃ কোভিড-১৯ আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে ও সোমবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তারা মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন, আশাশুনি উপজেলার শোভনালী এলাকার মৃত কানাই লাল এর ছেলে কোভিড আক্রান্ত বৈদ্য নাথ (৬৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলা সদরের খায়রুল বাশারের ছেলে হারুনার রশিদ (৫৫)। তিনি উপসর্গ নিয়ে মারা গেছেন। মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ৮ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের বৈদ্য নাথ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি মারা যান। এদিকে, জ্বর ও শ্বাসকষ্টসহ কোভিড-১৯ উপসর্গ নিয়ে গত ৭ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন যশোর জেলার কেশবপুর উপজেলা সদরের হারুনার রশিদ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনিও মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি। এনিয়ে, সাতীরায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৭৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৭ জন।