ঝিনাইদহের শৈলকুপায়_শ্বশুর_বাড়িতে বেড়াতে এসে পুকুরে_ডুবে_জামাইয়ের_মৃত্যু

0
210
নোমান পারভেজ শৈলকূপা ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শাহ আলী (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া গ্রামে এঘটনা ঘটে। নিহত জামাই পৌর এলাকার আউশিয়া গ্রামে চাঁদ মিয়ার ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, বিকালে শালিকাকে সাথে করে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যাই জামাই শাহ আলী। পুকুর অনেক বড় ও গভীরতা বেশী হওয়ায় শখ করে সাতার দিতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডাক্তার দ্বারা পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here