নড়াইল জেলা প্রতিনিধিঃ করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর হাসপাতালে সিরাজুল ইসলাম (৮০) নামে এক বয়োবৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে তিনি মারা যান। সিরাজুলের বাড়ি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া গ্রামে।
সিরাজুল ইসলাম জ্বর, শ্বাাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ১৯ আগস্ট নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। তবে এখনও রির্পোট পাওয়া যায়নি। এর মধ্যে রোববার সকালে তিনি মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় নড়াইলে নতুন করে ২৩জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ১ হাজার ১০১ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ৮৫৫জন সুস্থ হয়েছে এবং ১৬ জনের মৃত্যু হয়েছে।