নড়াইলে নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ!!

0
224
নড়াইল জেলা প্রতিনিধি    : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কালু খালি গ্রামে নববধূ সুরাইয়া বেগমের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে ঘরের আড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিনমাস আগে নড়াইলের কালুখালি গ্রামের রহমান ফফিরের ছেলে ইমদাদুল ফকিরের সাথে লোহাগড়া উপজেলার কোলা গ্রামের মিসকাত থান্দার মেয়ে সুরাইয়ার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে সুরাইয়াকে মেরে ফেলা হয়েছে বলে তার বাবার বাড়ির লোকজন দাবি করেন। তবে শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন, সুরাইয়া আত্মহত্যা করেছে।
স্থানীয় ইউপি মেম্বার আকতার জানান, রোববার দুপুরে ঘরের মধ্য থেকে ঝুলন্ত অবস্থায় সুরাইয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here