স্টাফ রিপোর্টার : বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বর্হিভূত পন্য আমদানির মাধ্যমে সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকির ঘটনায় অভিযুক্ত টিভিএস অটো বাংলাদেশ লিঃ কর্তৃপক্ষ লিখিত ভাবে তাদের জবাব দাখির করেছে কাস্টমস কমিশনারের দপ্তরে। টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী বিপ্লব কুমার রায় স্বাক্ষরিত এক পত্রে এই বিষয়ে কাস্টমস কমিশনারের কারন দর্শানোর নোটিশের জবাব দাখিলের পাশাপাশি বিষয়টি নিয়ে কাস্টমস কর্তৃপক্ষ ও টিভিএস অটো বাংলাদেশ ও ভারতীয় কর্তৃপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির ফলে সৃষ্ট ঘটনার সূত্রপাত হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সাথে মোটর পার্টস ও রেডি মোটরসাইকেল আমদানি সংক্রান্ত তথ্যগত কিছু ভুলের কারনে সরকারী রাজস্ব বা শুল্কায়ন সংক্রান্ত জটিলতার সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেছেন। তিনি আশা করেন বিষয়টি নিয়ে উভয় দেশের আমদানি ও রপ্তানীকারক কর্তৃপক্ষ এবং বেনাপােল কাস্টমস হাউজের দায়িত্বশীর কর্মকর্তা ও সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট কর্তৃপক্ষ এক টেবিলে বসলে উদ্বুদ্ধ সমস্যার সমাধান সম্ভব হবে। বিপ্লব কুমার রায় দাবি করেছেন প্রকৃত পক্ষে তাদের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ যে মোটা অংকের রাজস্ব ফাঁকির বিষয়টি উপস্থাপন করেছেন তা আদৌও সত্য নয়। পাশাপাশি বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট মেসার্স শামসুর রহমানসহ যে সকল সিএন্ডএফ এজেন্ট কর্তৃপক্ষকে এই রাজস্ব ফাঁকির ঘটনার জন্য দায়ি করা হচ্ছে তারা আদৌও এই ধরনের কোন ঘটনার সাথে সম্পৃক্ত নয়। কারন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এইচএস কোড-৮৭১১.২০২১ ব্যবহার না করে এইচএস কোড-৮৭১১.১০৯০ ব্যবহার করেছে। আর এই কোড ব্যবহারের ফলে কাস্টমস কর্তৃপক্ষ শুল্কায়নের ক্সেত্রে যে নিয়মনীতির কথা বলছেন তা টিভিএস াটো বাংলাদেশ লিমিটেডের জন্য প্রযোজ্য নয়।
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড ২২০৩৫৮৬০ নং ইনভয়েজ নম্বরের অনুকুলে ২০১৯ সালের ৩০ জুলাই তারিখে ভারতীয় টিভিএস মোটর কোম্পানী লিমিটেড থেকে টিভিএস ব্র্যান্ডের রেডিঅন ১১০ সিসি মডেলের পার্টস অব কম্পনেন্ট তথা ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ আমদানির জন্য ঢাকা সিটি ব্যাংকের মাধ্যমে এলসি প্রদান করে। যার ঋনপত্র নম্বর- ০৭৫১১৯০২১০০৭। তারিখ২৯.০৮-২০১৯। বিসিটি অনুযায়ী মোটর সাইকেল ইন সিকেডি এর এইচ এস কোড৮৭১১.২০.২১। কিন্তু যেহেতু টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড মোটরসাইকেল পার্টস এন্ড কম্পনেন্টস আমদানি করে সেহেতু উক্ত প্রোফরমা ইনভয়েজ এবং ঋনপত্রের পণ্যের বর্ণনা মতে “টিভিএসরেডিঅন ১১০সিসিইএসএমসিওয়াই পার্টস এন্ড কম্পনেন্টস ইন সিকেডি থাকলেও এসিএ এর অংশে এ এর ক্রমিক নং -৯ ও এলসি এর ফিল্ড নং-৪৭এ-এতে মোটরসাইকেল পার্টস এন্ড কম্পনেন্টস এর জন্য প্রযোজ্য এইচএস কোড নং-৮৭১৪.১০.৯০ ঘোষনা করা হয়েছে। এর মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকির কোন প্রশ্নই আসে না। কারন মোটর সাইকেল যন্ত্রাংশ আমদানির জন্য প্রযোজ্য এইচএস কোড৮৭১৪.১০৯০ অনুসারে ৫৮দশমিক ৬০ শতাংশ হারেই টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড কাস্টমস কর্তৃপক্ষকে শুল্ক পরিশোধ করেছ্।ে এই ক্ষেত্রে মেসার্স শাসুর রহমানসহ বেনাপোল পোর্টে কর্মরত ১০টি সিএন্ডএফ এজেন্ট টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের পক্ষে এই শুল্কায়ন করে সরকারকে নির্ধারিত শুল্কই পরিশোধ করেছে। এখানে তঞ্চকতা বা রাজস্ব ফাঁকি বা ইনভয়েজ বা ওভার ভয়েজের কোন ঘটনা ঘটেনি। টিভিএস মোটর কোম্পটানী অব ইন্ডিয়া শুধু বাংলাদেশ নয়, বিশে^র ৬৭টি দেশের সাথে তাদের বানিজ্য বিদ্যমান। ফলে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ভারতীয় অংশীদার মোটরসাইকেল পার্টস এন্ড কম্পনেন্টস এর উৎপাদনকারী এবং রপ্তানী টিভিএস মোটর কোম্পানী লিঃ পৃথিবীর ৬৭টি দেশে তাদের উৎপাদিত বিভিন্ন মডেলের মোটর সাইকেল ইন সিকেডি রপ্তানী করে থাকে। এবং শুধুমাত্র বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলের পার্টস এন্ড কম্পনেন্টস রপ্তানী করে থাকে। কাজেই একই ডেস্কে রপ্তানীকারক প্রতিষ্ঠান অন্যান্য দেশে রপ্তানীকৃত মোটর সাইকেলের দলিলাদি প্রস্তুতসহ বাংলাদেশ টিভিএস অটো লিঃ কে রেডিঅন ১১০সিসি ইএসএমসিওয়াই পার্টস এন্ড কম্পনেন্টস রপ্তানীর লক্ষ্যে ইস্যুকৃত প্রোফরমা ইনভয়েজ নং- ২২০৩৫৮৬০ তারিখ ৩০.০৭.২০১৯- এ পণ্যের বর্ণনা ভুলবশত: ও অসাবধানতাবশত: রেডিঅন ১১০সিসি ইস এমসিওয়াই পার্টস এন্ড কম্পনেন্টস ইন সিকেডি উল্লেখ করা হয়ে থাকতে পারে। এরই ধারাবাহিকতায় উক্ত পারফরমা ইনভয়েজ এর ভিত্তিতে এলসি স্থাপন হওয়ায় এলসিতে ও অন্যান্য দলিলাদিতে ভুলবশত ও অসাবধানতাবশত: রেডিঅন ১১০সিসি ইস এমসিওয়াই পার্টস এন্ড কম্পনেন্টস ইন সিকেডি উল্রেখ করা হয়েছে।একই ভাবে পন্যচালান রপ্তানীকালে ভারতীয় ট্রান্সপোর্ট এজেন্সি কর্তৃক সংশ্লিষ্ট ট্রাঙ্ক রিসিফট (কনসাইমেন্ট নোট) এ স্থান সংকুলান না হওয়ায় রপ্তানী পণ্যের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করতে গিয়ে ২৭টি এইচএস কোড এর স্থলে একটি মাত্র এইচএস কোড ৮৭১১.২০২৯ অথবা পূর্বের সংঘটিত ভুল ও অসাবধানতার ধারাবাহিকতায় উল্রেখ করা হয়ে থাকতে পারে মর্মে প্রতীয়মান।
এদিকে গত ১২ জানুয়ারি বেনাপোল কাস্টমস কমিশনারের দপ্তর থেকে ৫ম/কাস/১২(৫৪৫৬)বি/ইগ্রুপ নং-৫/বেনা/২০১৯/৩৫৬(১) নং স্মারকে টিভিএস অটো বাংলাদেশ লিঃ ও তার সিএন্ডএফ এজেন্ট মেসার্স শাসুর রহমানসহ ১০টি প্রতিষ্ঠানকে কারন দর্শানোর জন্য চিঠি ইস্যু করা হয়। উক্ত চিঠিতে টিভিএস অটো বাংলাদেখশ এর বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারন দর্শাতে বলা হয়। একই সাথে টিভিএস অটোর সিএন্ডএফ মেসার্স শামসুর রহমানসহ বেনাপোল পোর্টে কর্মরত ১০টি সিএন্ডএফ এজেন্টকে কারন দর্শানোর জন্য পৃথক চিঠি ইস্যু করে সময় বেঁধে দেওয়া হয়। যার প্রেক্সিতে টিভিএস অটোসহ মেসার্স শামসুর রহমান ও অপরাপর ১০টি সিএন্ডএফ এজেন্ট এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র ও তার জবাব বেনাপোল কাস্মস কমিশনারের দপ্তরে দাখিল করেছে। ওই চিঠির জবাবে তাদের প্রতেদ্যকের দাবি তারা সরকার নির্ধারিত কোড অনুযায়ী রাজস্ব পরিশোধ করেছ্ েএখানে সরকারের রাজস্ব ফাঁকি বা মিস কোড ব্যবহারের কোন ঘটনা ঘটেনি। কেবলমাত্র ভুল বুঝাবুঝির জন্যই বেনাপােল কাস্টমস কতৃপক্ষ আমদানিকারকসহ সিএন্ডএফ এজেন্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহনের হুমকি প্রদান করেছিল। কিন্তু উক্ত নথিপত্র পর্যালোচনা করে কাস্টমস কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের ভুল বুঝতে পেরেছেন। ফলে দ্রুতই এই সমস্যার সমাধঅন সম্ভব হবে বলে মনে করেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসিয়েশনের সভাপতি মেসার্স শামসুর রহমানের স্বত্বাধিকারী আলহাজ¦ শামসুর রহমান। তিনি বলেন, একটি পক্ষ তার ব্যবসায়িক সুনাম নষ্ট করতেই এধলনের একটি মিমাংসিত বিষয়কে সামনে এনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ সমুদয় নথীপত্র পর্যালোচনা করে বিষয়টি সম্পর্কে সম্যক অবহিত হয়েছেন। যার কারনে তার পাটি টিভিএস অটোসহ সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টরা সহসায় দায়মুত্তি পাবেন বলে তিনি বিশ^াস করেন। এ বিষয়ে বেনাপােল কাস্টমসের দায়িত্বশীর একাধিক কর্মকর্তা বলেন, টিভিএস অটো মোটর পার্টস এন্ড কম্পনেন্টস আমদানি করেছে এবং সেই হারে সরকারী রাজস্ব পরিশোধ করেছে। কিন্তু কাগজপত্রে তাদের রপতানীকারক প্রতিষ্ঠান ও ভারতীয় ট্রান্সপোর্ট অথরিটি ভুল বশত: ইনভয়েজ কোড পরিবর্তন করে ট্যাগ লাগানোর কারনে প্রাথমিক ভাবে মনে হয়েছিল তারা পার্টস আমদানির ঘোষনা দিয়ে কম্পিলিটি মোটর সাইকেল আমদানি করেছে। যার ফলে তাদের বিরুদ্ধে সরকারী রাজস্ব ফাঁকির অভিযোগ আনা হয়েছিল। কিন্তু পূর্বাপর সকল নথি ও ব্যাংকের এলসি এবং ভারতীয় রপ্তানীকারক প্রতিষ্ঠানের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে প্রমানিত যে টিভিএস অটোর সাবমিট করা কাগজপত্র ও তাদের দাবি সঠিক। ফলে এ বিষয়ে উর্ধ্বূতন কর্তৃপক্ষকে নথিসহ অবহিত করা হয়েছে। পরবর্তী পদক্ষেত কর্তৃপক্ষ নিশ্চয় গ্রহণ করবেন।
Home
যশোর স্পেশাল টিভিএস অটো বাংলাদেশ লিঃ এর মোটর পার্টস এন্ড কম্পনেন্টস আমদানি সংক্রান্ত নথিপত্র...