কেশবপুর পৌর ৫ নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

0
275

ভ্রাম্যমান প্রতিনিধি, কেশবপুর ॥ কেশবপুর পৌরসভার ৫নং আলতাপোল ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা শুক্রবার সন্ধ্যায় আলতাপোল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। ৫নং আলতাপোল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান গাজী, যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, প্রবীণ আওয়ামী লীগনেতা আলতাফ হোসেন বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল বাসার খান। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগনেতা ওহেদুজ্জামান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগনেতা আবুল হাসান, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেখ শাহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here