মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ শনিবার সকালে মহেশপুর প্রেসকাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয় । প্রেসকাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুন্ডু, সাধারন সম্পডাদক শেখ এমদাদুল হক বুলু, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, সাংবাদিক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুই বিশ্বের একমাত্র রাষ্ট্রনায়ক যিনি বিদেশের কারাগারে বন্দি থাকলেও তার নির্দেশনা বাস্তবায়নে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সশস্ত্র সংগ্রামের মধ্যদিয়ে দেশকে স্বাধীন করেছে। যে আকাঙ্খা নিয়ে দেশ স্বাধীন হয়েছে, মাত্র ৫ বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে সেই পথ থেকে সরে আসে এদেশ। ফলে দীর্ঘ পরিক্রমায় এখনও অর্থনৈতিক মুক্তি মেলেনি। অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করতে হলে তাঁর আদর্শের সরকারকেই রাষ্ট্রমতায় থাকতে হবে।
প্রধান অতিথি শফিকুল আজম খান চঞ্চল ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর প্রেসকাবের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব, প্রেসকাবের সাধারন সম্পাদক আব্দুস সেলিম,মহেশপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন পাটোয়ারী, সাধারন সম্পাদক মখলেচুর রহমান মিলন, পৌর জাপা’র সভাপতি আব্দুল কাদের আলম, উপজেলা যুবলীগের আহবায়ক কাউন্সিলর আতিয়ার রহমান আতি সহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা।