যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শূক্রবার (২৯আগস্ট) করোনার টেস্টের ফলাফলে ৩৫ জন করোনা শনাক্ত হয়েছে।
যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, যশোরের ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আর ১৪৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে। জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে৷ যশোরের সিভিল সার্জন অফিসের দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান,জেলায় মোট ১৯১জনের নমুনার মধ্যে ৩৫জনের পজেটিভ রিপোর্ট শনাক্ত হয়েছে৷ এপর্যন্ত শনাক্ত হয়েছে তিন হাজার ১শত ৬৭ জন৷ সুস্থ্য হয়েছেন এক হাজান ৯শত ১৯ জন৷ মারাগেছে ৩৮ জন৷ সদর উপজেলায় ২০,কেশবপুর ২,ঝিকরগাছা ১ জন,শার্শা ২ জন,মনিরামপুর ৩ জন,বাঘারপাড়ায় ৩ জন,অভয়নগর ৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে৷