লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন মাজীদ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার(২৯ আগষ্ট) বেলা ১১ টায় লোহাগড়া উপজেলার দিঘলিয়ার হাজী ফিলিং ষ্টেশন চত্বরে মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের প্রতিনিধিদের নিকট পবিত্র কোরআন মাজীদ ও গাছের চারা প্রদান করা হয়।
হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সমাজসেবক মুক্ত রহমান জানান, দিঘলিয়া, মল্লিকপুর, ইতনা, লক্ষীপাশা ও কোটাকোল ইউনিয়নের ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র কোরআন মাজীদ ও ফলজ,বনজ প্রজাতির গাছের চারা বিতরণ করা হচ্ছে। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। মাওলানা মুফতি মোঃ খবীর উদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক মোঃ কালাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মোঃ তুহিন শেখ, সরদার আব্দুল হাই, মোঃ কামাল হোসেন,মাওলানা আবুল হোসেন প্রমুখ।