কলারোয়া রিপোর্টার্স কাবের প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন ও গুণীজন সংবর্ধনা

0
231

এমএ সাজেদ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : কলারোয়া রিপোর্টার্স কাবের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার কেক কেটে ২৮ বছরের পথচলার শুভ সূচনা করেন অথিথিবৃন্দ। দিনটি উপলক্ষে রিপোর্টার্স কাব কলারোয়ার ৫ গুণীজনকে সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধিতরা হলেন: এমআর ফাউন্ডেশন একাডেমির প্রধান শিক্ষক আবুল হোসেন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, সাংবাদিক আব্দুল হামিদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রভাষক আরিফ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী। রিপোর্টার্স কাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। রিপোর্টার্স কাবের সহ-সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ আজাদ, কলারোয়া প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক আইউব হোসেন, শামসুর রহমান লাল্টু আতাউর রহমান, এমএ সাজেদ, মোস্তফা হোসেন বাবলু, জাহিদুল ইসলাম, মোজাহিদুল ইসলাম, ফারুক হোসেন, আরিফ চেধুরী. গোলাম রসুল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here