ছেলেকে চাকুরী দেওয়ার আশ্বাসে প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত মহেশপুরের প্রতিবন্ধি অনিল বিশ্বাস

0
295

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ছেলেকে চাকুরী দেওয়ার আশ্বাসে প্রতারক চক্রের খপ্পরে পড়ে ঝিনাইদহের মহেশপুর ফতেপুর গ্রামের প্রতিবন্ধি অনিল বিশ্বাস সর্বশান্ত। এনজিওর ঋণের টাকা দিতে না পারায় স্ত্রী পালিয়ে বেড়াচ্ছে। টাকা চাওয়ায় প্রতারক চক্র হত্যা হুমকি দিচ্ছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে প্রকাশ, উপজেলার ফতেপুর গ্রামের প্রতিবন্ধি অনিল বিশ্বাস তার একমাত্র ছেলে প্রশান্তকে সেনাবাহিনীতে অফিস সহকারী পদে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অনিলের মামাতো শালা মাগুরা জেলার শালিখা উপজেলার কাউনি গ্রামের অধিকার খার ছেলে হরে কৃঞ্চ তার বাড়িতে এসে ফুঁসলিয়ে ৪ লক্ষ টাকা গ্রহন করে। অনিল এনজিও থেকে ঋণ এবং শেষ সম্বল জমি বন্ধক রেখে এই টাকা হরে কৃঞ্চকে দেয়। গত এক বছর পেরিয়ে গেলেও ছেলের চাকুরি হয়নি। টাকা চাইতে গেলে তার স্ত্রীকে অপমান করে তাড়িয়ে দেয়। এদিকে এনজিওর কিস্তর টাকা দিতে না পারায় পালিয়ে বেড়াচ্ছে স্ত্রী ক্ষমা রানী।
চাকুরী প্রার্থী প্রশান্ত জানায়, তার মায়ের মামাতো ভাই তাদের বাড়িতে এসে সেনাবাহিনীর অফিস সহকারী পদে চাকুরী দেওয়ার কথা বলে তাকে ঢাকায় নিয়ে যায় একটি অফিসে। সেখানে তার ভাইভাসহ চাকুরীর আনুসঙ্গিক কাজ করে। এরপর তাদের কাছ থেকে ৩ বারে ৪লক্ষ টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর ঐ অফিস আর খুজে পাওয়া যায়নি। প্রশান্ত আরো জানায়, তার মায়ের মামাতো ভাই একটি সিন্ডিকেটের মাধ্যমে এই প্রতারনা চালিয়ে যাচ্ছে। টাকা চাইলে তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। প্রতারক হরে কৃঞ্চ -০১৭২৬-৭২১৭১৬ নং মোবাইলে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। প্রতিবন্ধি অনিল এখন অর্ধাহারে অনাহারে দিন পার করছে। তিনি টাকা উদ্ধার সহ প্রতারক চক্রকে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here