শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার রায়জাদাপুর গ্রামের এক গৃহবধূকে স্বামী উপস্থিত থেকে গণধর্ষণ করিয়েছে। এ ব্যাপারে গৃহবধূ বাদী হয়ে শালিখা থানায় স্বামীসহ তিন জনের নামে
একটি মামলা করেছেন। মামলা নং- ৫। তাং ৩১/০৮/২০২০ ইং। মামলা সুত্রে জানা যায়, গৃহবধূর স্বামী টুকু মিয়া ৩০ আগস্ট রাতে রায়জাদাপুর গ্রামের লাল মোহনের পুত্র আঃ সত্তার, জুনারী গ্রামের মিজু এবং অজ্ঞাত আরো ২ জন তাকে পালাক্রমে ধর্ষণ করে।সবশেষ লম্পটেরা তাকে হত্যা চেষ্টা চালায়।এ সময় পালিয়ে তিনি নিকটস্থ শাশুড়ির রুমে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করে।তার শাশুড়ি তখন তাকে বাড়ির পেছনের মাঠ দিয়ে একই গ্রামের ইকরাম হোসেন,পিতা-সাদেক আলীর বাড়িতে রেখে আসেন।সেখান থেকে বাবার বাড়ি লোকজনের সাহায্যে শালিখা হাসপাতালে ভর্তি হয়।অতপর থানায় অভিযোগ দেন।হাজরাহাটি তদন্ত কেন্দ্রের এসআই বিশ্বজিৎ জানান,মামলার তদন্ত চলছে এবং আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে।