যশোরে ১১টি পিস্তল, ২২ ম্যাগজিন সহ আটক তিনজনের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে আদালতে সোপর্দ

0
232

স্টাফ রিপোর্টার : যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তে ভারত থেকে পাচার করে আনার সময় ১১ টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি, ১৪ কেজি গাঁজাসহ তিনজন অস্ত্র পাচারকারীকে
আদালতে সোপর্দ করেছে পুলিশ। বেনাপোল পৃথক দুইটি মামলা দায়েরের পর রোববার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেনের আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার ধন্যখোলা গ্রামের এজুবার মিয়ার ছেলে সাজজুল, স্বরবাংহুদা গ্রামের সহিদ বিশ্বাস এর ছেলে আনারুল (৩৪) ও একই গ্রামের সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)।
গত শনিবার রাত সাড়ে তিনটার সময় ২ নং ঘিবা গ্রামের একটি মাদ্রাসার পাশের পাকা রাস্তার উপর থেকে এসব অস্ত্র,গুলি, গাঁজা সহ দুইজনকে আটক করে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। বিজিবি সূত্রে জানা গেছে, অস্ত্র ও মাদক চোরাকারবারীরা ভারত থেকে গভীর রাতে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও গাঁজা নিয়ে আসার সময় বিজিবি তাদের ধাওয়া করে এ তিনজন চোরাচালানিকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১১টি ভারতীয় পিস্তল, ২২ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১২ ল ১৮ হাজার টাকা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here