মাগুরার শালিখা উপজেলার বরইচরা পঞ্চপল্লী হাজরাতলা মহা শ্মশানেরশ সেবায়েত বনমালী রায়ের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানীর অভিযোগ।

0
369

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার বরইচরা পঞ্চপল্লী হাজরাতলা মহা শ্মশানেরশ সেবায়েত বনমালী রায়ের বিরুদ্ধে এক শ্লীলতাহানীর  শালিখা থানায় একটি লিখিত অভিযোগে দিয়েছে।এ ব্যাপারে ভুক্তভোগীর স্বামী শালিখা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।  শালিখা  থানা পুলিশ সরেজমিনে তদন্ত করে উভয় পক্ষকে থানায় হাজির হতে বলেছে। ভুক্তভোগী  নারী জানান আশ্রমের বাবাজি আমার গায়ে হাত দিয়েছে এবং দুটো থাপ্পর মেরেছে। আমি এর সঠিক বিচার চাই।এ ব্যাপারে আশ্রমের বাবাজি বনমালী রায় বলেন  আমি ঐ নারীকে হাত ধরে মন্দির থেকে বের করেদিয়েছি।এ ব্যপারে শালিখা থানার এসআই ফরিদ হোসেন বলেন আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here