এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার কন্যা দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলারোয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে উপজেলা পরিষদ তোরণের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় নাগরিকবৃন্দ এ মানববন্ধন করেন । ইউএনও মৌসুমী জেরীন কান্তার উপস্থিতিতে মানববন্ধন চলাকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ইউএনও’র ওপর হামলার ঘটনায় কয়েকজন গ্রেফতার হলেও ধোঁয়াশা এখনো কাটেনি। কেবলমাত্র চুরির উদ্দেশ্যেই নয় বরং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও নির্বাহী কর্মকর্তার ওপর পরিকল্পিতভাবে হত্যা করতেই এ হামলা চালানো হয়েছে। তাই জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। এ সময় দেশবাসীর কাছে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কলারোয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন প্রমুখ।