কালিগঞ্জ রতনপুর প্রধান সড়কের দু”পাশে গাছে শুকনা রোগ যে কোন মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে

0
274

(কাজী আল মামুন) কালিগঞ্জ, সাতক্ষীরা : রতনপুর ইউনিয়নে নাজিমগঞ্জ ভায়া নুরনগর প্রধানসড়কের দু”পাশে ফুলগাছ গুলো শুকনা রোগে মারা যাচ্ছে।সরেজমিনে দেখা যায় পীরগাজন পীরের মাজার সংলগ্ন রাস্তার দু”পাশে মরগার দোন, ডি,আর,এম কলেজ সংলগ্ন টাওয়ার এলাকায় বড় বড় ফুলগাছ গুলো শুকিয়ে মারা গেছে প্রায় শতাধিক গাছ ঐ ফুলগাছ রতনপুর ইউনিয়ন উপসহকারী গোলাম নবী এ প্রতিনিধিকে জানান এর কারণ ঐ ফুলগাছে এক ধরনের পোকা গাছের ছাল খেয়ে ফেলছে তাই গাছের ছাল নেই। গাছ শুকিয়ে যাচ্ছে এসব শুকনো ও মরা গাছগুলো দ্রুত কেটে না ফেললে যে কোন মুহুর্তে পড়ে প্রাণহানী সহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।গাছগুলো টেন্ডার এর মাধ্যমে দ্রত কাটা হলে একদিকে যেমন সরকার পাবে রাজস্ব অপরদিকে প্রাণহানী সহ মারাতœক দর্ঘটনা থেকে রেহাই পাবে জনগন এ দাবী সচেতন মহলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here