কালীগঞ্জে ভারী যানবহন ঠেকাতে লোহার বেড়ি, মানছে না কেউ

0
269

মিশন আলী,স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ দিনের বেলায় বাজার সড়কে ভারী যানবাহন ঠেকাতে শহরের ৬ স্থানে বসানো হয়েছিল লোহার ব্যারিকেড। কিন্তু দিনের বেলায় অহরহ ঢুকছে বড় বড় যানবাহন। এতে ঝিনাইদহের কালীগঞ্জ বাজার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজটের যার কারনে ভোগান্তিতে পড়ছে বাজারগামী মানুষেরা।
সরজমিনে দেখা গেছে, লোহার ব্যারিকেডের কোন কার্য়কারিতা নেই। এখানে টাকা দিলেই বড় যানবাহন বাজারের মধ্যে প্রবেশ করতে পারে। একটি ট্রাক আসার পর ট্রাকের হেলপার লোহার ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কিছু টাকা দেওয়ার পর সে গেটের তালা খুলে লোহার পাইপটি উঠিয়ে দেয়। এরপর ট্রাকটি বাজারের মধ্যে চলে গেল। প্রতিনিয়ত এভাবেই দিনের বেলা কালীগঞ্জ বাজার সড়কে বড় বড় যানবাহন প্রবেশ করছে। এ ব্যাপারে ভুক্তভোগী শরিফুল ইসলাম নামে একজন জানান, মেইন বাসস্ট্যান্ড থেকে কাঁচা বাজার যেতে সময় লাগে ১০ মিনিট। কিন্তু বড় বড় যানবাহন চলাচল ও রাস্তার পাশে দাঁড়িয়ে পন্য আনলোড করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়াতে সময় লাগছে আধাঘন্টা। এ ব্যাপারে কালীগঞ্জ পৌর সভার মেয়র আশাফুল আলম আশরাফ জানান বাজারের রাস্তার টেন্ডার হয়েছে অচিরেই রাস্তা প্রসস্থ হবে তার পর সেখানে শক্ত আকারে ব্যারিকেড দেওয়া হবে যাতে করে দিনের বেলাতে কোন ভারিযানবাহন প্রবেশ না করতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here