যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে সোমবার ২০০টি নমুনা পরীা করে ৪১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম এই ফলাফল ঘোষণা করেন ।
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবে যশোর জেলার ১৪২টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে ৩১ পজেটিভ ফল দেয়। এছাড়া মাগুরার ৩৪টির মধ্যে তিনটি এবং নড়াইলের ২৪টির মধ্যে সাতটি পজেটিভ ফল দিয়েছে। অর্থাৎ যবিপ্রবি ল্যাবে মোট ২০০টি নমুনা পরীা করে ৪১টি করোনা পজেটিভ এবং ১৫৯টি নেগেটিভ ফল মিলেছে। স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৫০৪ জন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন দুই হাজার ২০৪ জন। আর মারা গেছেন ৪০ জন।