সতীঘাটায় রবিন দত্তের বাড়িতে জানালার গ্রিল কেটে ডাকাতি

0
345
নাসির উদ্দিন নয়ন,কুয়াদা (যশোর) ॥ যশোর সদরের সতীঘাটায় এক বাড়ির জানালার গ্রিল কেটে দূধর্ষ
ডাকাতি হয়েছে। সোমবার গভীর রাতে সতীঘাটার দত্তপাড়ার মৃত পঞ্চন্ন দত্তের ছেলে রবিন দত্তের
বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। সূত্রমতে  যশোরের সতীঘাটার দত্ত পাড়ার রবিন দত্তের বাড়িতে
রাত আনুমানিক ১২ টার দিকে দালান ঘরের জানালার গ্রিল কেটে মুখােশধারী ৭/৮ জনের ডাকাত
দল প্রবেশ করে। এসময় ঘুমিয়ে থাকা রবিন দত্ত (৬০) তার স্ত্রী সাধনা রানী দত্ত (৫৫) ও পাশের
ঘরে থাকা মৃত  সন্তোশ দত্তের স্ত্রী দূর্গা রানী দত্ত (৭০) কে অস্ত্রের মুখে জিম্মি করে মারপিটসহ
তাদের ঘরে থাকা আনুমানিক ২ ভরি স্বর্ণা অলংকর  ৭০ হাজার টাকা  মােবাইলসহ মােট দেড়
লক্ষাধীক টাকার  মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে খবর পেয়ে যশাের কোতয়ালী
মডেল থানার ওসি (তদন্ত) তাসমীন হােসেন ও এসআই অনুপম তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থল
পরিদর্শন করেন। এদিকে রামনগর ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার, সদর উপজেলা পূজা পরিষদ
ও কুয়াদা প্রেসক্লাব সভাপতি বাবু দুলাল  সমাদ্দার ইউপি সদস্য জাকির হােসেন, রাশেদ হােসেন,
গফুর হােসেন, পঞ্চন্ন দত্তের বাড়িতে যান। এছাড়া গত কিছুদিন  যাবৎ এ এলেকায় চুরি, ছিনতায়,
ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড বেড়ে চলেছে বলে এলাকাবাসীর  দাবী। এলাকাবাসী
আরাে জানান, বিগত  কিছুদিন আগে বাতান বাড়িতে পুলিশ ছাউনি  ছিল যা এখন নেই। এজন্য
এসকল অপরাধ বেড়ে  চলেছে। এঘটনায় এলাকার সাধারণ  জনগনের মধ্যে চরম আতঙ্ক বিরাজ
করছে। এলাকার সচেতন মহল বাতান  বাড়িতে পুলিশ ছাউনি বসানােসহ উর্দ্ধতন  কর্তৃপক্ষের সুদৃষ্টি
কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here