স্টাফ রিপোর্টার : যশোর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা যুগ্ম আহবায়ক সাধন মল্লিক রনি ও সদস্যসচিব সেলিম রেজা বাদশা এক বিবৃতিতে যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা নাজমুল ইসলাম কাজল ও তার ৩ সফরসঙ্গীসহ হবিগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের রুহের মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিতে তারা বলেন, জননেতা নাজমুল ইসলাম কাজল একজন সমাজসেবক ও রাজনীতিবিদ ছিলেন । তিনি সাধারন মানুষের জন্য কাজ করে গেছেন।














