শহিদুল ইসলাম,বাগআঁচড়া প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার সীমান্ত লাগোয়া গোগা- গয়ড়া সড়কটি দির্ঘদিনেও সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের অভাবে রাস্তার পিচ ও পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভবানীপুর দাদখালী অংশে প্রায় আধা কিলো মিটার রাস্তা পানির নিচে ডুবে রয়েছে।পানির ওপর দিয়েই চলাচল করছে যানবাহন। দু’হাজার তিন সালের দিকে রাস্তাটি পাকাকরন করা হয়। সেই থেকে আজ অবদী রাস্তাটি মংস্কার করা হয়নি।
বেশ কয়েকবার রাস্তা মাপজোক করলেও তা লোক দেখানো মাত্র।সীমান্ত এলাকার মানুষের জন্য রাস্তাটি খুবই গুরুত্বপুর্ণ। অথচ আজ অবদী রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেই। রাস্তার বিষয়ে জানতে চাইলে কায়বা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বর হবিবর রহমান বলেন রাস্তা সংস্কারের জন্য দুইকোটি নব্বই লাখ টাকা বরাদ্দ হয়েছে। খুব শিঘ্রই কায়বা শেখের আমবাগান হতে গোগা ছোট চেয়ারম্যানের মোড় পর্যন্ত দশ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।















