প্রেস বিজ্ঞপ্তি যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ শিশুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

0
434

স্টাফ রিপোর্টার : যশোরের পুলেরহাট সরকারি শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মমভাবে হত্যার শিকার ৩ শিশুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় প্রেসকাব যশোর-এর সামনে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম মানবাধিকার সংগঠন রাইটস যশোর-এর সহযোগিতায় এ মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য রাইটস যশোর-এর নির্বাহী পরিচালক বিনয় ক্রষ্ণ মল্লিক ও সুসমাজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুজিবুদৌল্লাহ সরদার কনক। বক্তরা প্রকৃত হত্যাকারীদের আড়াল না করে তাদের বিরুদ্ধে দ্রুত পুলিশ রিপোর্ট তৈরী করে বিজ্ঞ আদালতে জমা দেয়ার বিষয়ে তদন্তকারী কর্মকর্তার প্রতি আহবান রাখেন। এসময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here