শার্শায় বিএনপি করার অপরাধে সেচ্ছাসেবকদল নেতা সাহিদুজ্জামান লাল্টু’র বসত ভিটার বিভিন্ন ফলজ গাছ কেটে নেওয়ার অভিযোগ

0
290

শার্শা(যশোর)প্রতিনিধি ঃ যশোরের শার্শায় বিএনপি করার অপরাধে দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া সেচ্ছাসেবক দলের নেতা সাহিদুজ্জামান লাল্টু। এই সুযোগে প্রতিপক্ষরা লাল্টুর বসত ভিটার বিভিন্ন ধরনের ফলজ গাছ কেটে সাবাড় করছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে জানাগেছে, সেচ্ছাসেবক দলের নেতা সাহিদুজ্জামান লাল্টু শার্শার পাড়িয়ারঘোপ গ্রামের মৃত বিএনপি নেতা ডাক্তার লোকমান হোসেনের একমাত্র ছেলে। বিএনপি করার অপরাধে সাহিদুজ্জামান লাল্টু দীর্ঘদিন ধরে ঢাকাতে অবস্থান করে। এই সুযোগে প্রতিপক্ষ পাড়িয়ারঘোপ গ্রামের খায়বর আলীর ছেলে আওয়ামীলীগের কর্মি কামরুজ্জামান কামু(৪৫)এর নেতৃত্বে দূর্বৃত্তরা ৯ আগষ্ট বুধবার সকালে দলবদ্ধ ভাবে লাল্টু’র বসত ভিটা থেকে বিভিন্ন ধরনের ফলজ গাছ কেটে সাবাড় করে দিয়েছে। যার মধ্যে রয়েছে ছফেদা গাছ, বেল গাছ, আম গাছ, কাাঁঠাল গাছ, লেবু গাছ, আঁশফল গাছ, খৈ গাছ, মেহগনি গাছ।
প্রতিপক্ষরা এর আগেও লাল্টুর বসত ভিটা থেকে অনেকবার বাঁশসহ বিভিন্ন গাছ কেটে নিয়েছে। বাড়িতে থাকা বৃদ্ধ মা ফতেনূর বেগম(৭০) ও পাশে থাকা বোন শাহানাজ বেগম(৪৫) প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে দূর্বৃত্তরা। সেচ্ছাসেবক দলের নেতা সাহিদুজ্জামান লাল্টু’র বৃদ্ধ মা জানান, প্রতিপক্ষরা তার ছেলেকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। কামরুজ্জামান কামু এলাকার চিহ্নিত বোমা তৈরীর কারিগর। সে বিভিন্ন ভাবে তার এলাকার বিএনপি নেতা কর্মিদের হুমকি ,ধামকিসহ ভয়ভীতি প্রদর্শন করে বলে একাধিক অভিযোগ রয়েছে। বিসয়টি প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগি পরিবার। এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইন-চার্জ বদরুল আলম খান’র কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে তিনি কিছু জানেন না। অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here