চৌগাছায় ১৫০ বিঘা মাছের ঘেরে বিষ প্রয়োগের নিন্দা মৎস্যজীবী লীগের

0
267

স্টাফ রিপোর্টার : যশোর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা চৌগাছায় ১৫০ বিঘা মাছের ঘেরে বিষ দিয়ে ৫০ লাখ টাকার মাছ মেরে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত মৎস্যচাষি ও চৌগাছা উপজেলা মৎস্যজীবী লীগের সমন্নয়কারী আবুল কাশেমের স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি নামক স্থানে ১৫০বিঘার ওই ঘেরে অজ্ঞাত দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট বা কার্বাইড দিয়ে৫০ লাখ টাকার মাছ ধ্বংস করেছে। এতে মঙ্গলবার বিকেল থেকে রুই মাছ সহ বিভিন্ন ধরনের মাছ মরে ভেসে উঠতে থাকে। অনেক মাছে পচনও ধরেছে। জাতীয় পুরষ্কারপ্রাপ্ত মৎস্যচাষি আবুল কাশেম আধুনিক পদ্ধতিতে মাছের চাষ করেন। এই ঘেরে তিনি রাসায়নিক সারও কম ব্যবহার করেছেন। এখানে শুকনোর সময় প্রায় ৭০বিঘা আর বর্ষাকালে প্রায় ডবল হয়ে যায় অর্থাৎ প্রায় ১৫০ বিঘা জমি রয়েছে। এই ১৫০ বিঘায় পানি বাইরে থেকে আসে আবারবাইরে চলে যায়। বন্ধ থাকে না। যেখানে পানি বন্ধ থাকে সেখানে মাছ মারা যেতে পারে। ঘটনার আগের দিন তিনি পানি পরীক্ষা করে ফলাফল ভালো পেয়েছেন। তাহলে নিশ্চিত করা যাচ্ছে কে বা কারা শক্রতামুলক কারণে এই জঘন্য অপরাধ করেছেন। ইতোপূর্বেও ফুলসারা ইউনিয়নের দেবমিত্রের পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সেই ঘটনায় থানা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নাই। ফলে দুরবৃত্তরা আস্কারা পেয়ে একের পর এক অপরাধ করে যাচ্ছে। শুধু চৌগাছায় নয় মনিরামপুর ও কেশবপুর উপজেলায় কয়েকদিন আগে মাছের ঘেরে বিষ দিয়ে ঘের মালিকের ক্ষতি গ্রস্ত করা হয়েছে। শুধুমাত্র অপরাধীদের শাস্তি না হওয়ায় তাঁরা বেপরোয়া হয়ে যাচ্ছে। বিবৃতিতে যশোর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা যশোর জেলায় সুষ্ঠু ও নিরাপদ ভাবে মাছ চাষ করার পরিবেশ সৃষ্টি করার জন্য দোষীদের আইনের আওতায় আনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট জোর দাবি জানিয়েছেন। অন্যথায় মাছ চাষীরা এইভাবে ক্ষতিগ্রস্ত হলে তারা বাধ্য হয়ে এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য ব্যবসায় আবার জড়িত হবেন। বার্তা প্রেরক, সাধন মল্লিক রনি, যুগ্ম আহবায়ক, যশোর জেলা মৎস্যজীবী লীগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here