স্টাফ রিপোর্টার : পিবিআই, যশোর জেলার আভিযানিক দল যশোর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় এসআই (নিঃ)/ রেজোয়ান, পিবিআই, যশোর এর নেতৃত্বে ইং ০৯/০৯/২০২০ তারিখ দুপুর ১২.০৫ ঘটিকার সময় অভিযুক্ত দুলাল খাঁ (৩২), পিং-আলেপ খাঁ, সাং-শংকরপাশা, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে অভিযুক্তের নিকট থেকে হয়রানীর কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ও গ্রামীণ ফোন কোম্পানীর মোট ১৬টি ঝওগ উদ্ধার করা হয়। যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং-২৪, তারিখ-০৯/০৯/২০২০ইং, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪(১)(ক)/২৪(১)(খ) তৎসহ ৪০৬/৪১৯ পেনাল কোড এর বাদী এস.এম. রুহিনুল ইসলাম (৩১) এর স্ত্রী ধৃত অভিযুক্ত কর্তৃক প্রতারিত হয়ে পুলিশ সুপার, পিবিআই, যশোর বরাবরে অভিযোগ দাখিল করলে অভিযোগের বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধানকালে বাদীর আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়। তৎপ্রেক্ষিতে উক্ত মামলাটি রুজু হয় এবং পিবিআই, যশোর স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে এসআই (নিঃ)/ রেজোয়ান এর উপর অর্পণ করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)/ রেজোয়ান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পুলিশি অভিযানের মাধ্যমে ইং ০৯-০৯-২০২০ তারিখ দুপুর ১২.০৫ ঘটিকার সময় অভিযুক্ত দুলাল খাঁ (৩২), পিং-আলেপ খাঁ, সাং-শংকরপাশা, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করেন। গ্রেফতারকালে অভিযুক্তের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০৪ (চার) টি মোবাইল যাহা-১। জবফসর ঘড়ঃব৯, গড়ফবষ ঘড়-গ২০০৩ল১৫ংং, গধফব রহ ঈযরহধ, ঈড়ষড়ৎ-ইষধপশ (ওগঊও ঘঙ-১- ৮৬৫২৯৬০৫৭৫৫২৪৬৩/০১, ওগঊও ঘঙ-২- ৮৬৫২৯৬০৫৯০৩২৪৬৪/০১) ২। ঝুসঢ়যড়হু, গড়ফবষ ঘড়-র১৮ গধফব রহ ইধহমষধফবংয, ঈড়ষড়ৎ-ইষধপশ ([ ওগঊও ঘঙ-১- ৩৫৮১২৭১০১৩০৩৭৮১, ওগঊও ঘঙ-২- ৩৫৮১২৭১০১৩০৩৭৯৯), ৩। ঘড়শরধ গড়ফবষ ঘড়-ঞঅ-১১৮৮, গধফব রহ ঈযরহধ, ঈড়ষড়ৎ-ইষধপশ (ওগঊও ঘঙ-১- ৩৫৪২১৬১০৪৭২৬৮৮৪, ওগঊও ঘঙ-২- ৩৫৪২১৬১০৪৭২৬৮৯২), ৪। ঝুসঢ়যড়হু ঢঢ়ষড়ৎবৎ ঐ১২০, গধফব রহ ঈযরহধ, ঈড়ষড়ৎ-ইষধপশ (ওগঊও ঘঙ-১- ৩৫৪৮৬৩০৭০৬৬২৪৬৮, ওগঊও ঘঙ-২- ৩৫৪৮৬৩০৭০৭৬২৪৬৬, ব্যাটারী ও ব্যাক কভার ছাড়া নষ্ট মোবাইল) এবং গ্রামীন ফোন কোম্পানীর ১৬টি ঝওগ উদ্ধার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাদীর স্ত্রী ফারজানা আক্তার রুপা ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয় পড়াশুনা করতো। স্কুলে পড়াকালীন সময়ে দুলাল খাঁ (৩২) বাদীর স্ত্রীর সহপাঠী ছিল। অভিযুক্ত দুলাল খাঁ বাদীর স্ত্রীকে মনে মনে পছন্দ করত কিন্তু বাদীর স্ত্রী জানতো না। গত ২২/০৮/২০২০ ইং তারিখ বাদী তার স্ত্রীর মাধ্যমে জানতে পারে যে, দুলাল খাঁ অসৎ উদ্দেশ্যে ‘‘গফ জধশরনঁষ রংষধস ৎধশরন’’ নামীয় ফেসবুক আইডিতে বাদীর স্ত্রী ও সন্তানের ছবি ব্যবহার করে তাদের পরিচিত ও আতœীয় স্বজনদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। অভিযুক্ত দুলাল খাঁ নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে বাদীর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য তার ব্যবহৃত কয়েকটি মোবাইল নম্বর থেকে বাদীর স্ত্রীর মোবাইল নম্বরে ঝগঝ পাঠাতে থাকে। বাদীর স্ত্রী এসএমএস এর উত্তর না দেওয়ায় আসামী দুলাল খাঁ মোবাইল ফোনের মাধ্যমে বাদীর স্ত্রীকে হুমকি ও অপ্রীতিকর এসএমএস পাঠিয়ে মানসিকভাবে হয়রানী করতে থাকে। এমনকি বাদীসহ তার পরিবারের লোকজনের ক্ষতি করবে বলেও বিভিন্ন সময়ে হুমকি দেয়। অভিযুক্ত দুলাল খাঁ একজন প্রতারক। সে নিজের প্রকৃত নাম-পরিচয় গোপন ও ছদ্মবেশ ধারণ করে বাদীর স্ত্রীর সহিত অনৈতিক সম্পর্ক স্থপনের চেষ্টা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। অভিযুক্ত দুলাল খাঁকে অদ্য ১০-০৯-২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করলে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
অভয়নগরে শত মানুষের স্বেচ্ছাশ্রমে মজুতখালীর বাঁধ সংস্কার
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে শত মানুষের স্বেচ্ছাশ্রমে মজুতখালী নদীর ধসে যাওয়া বেড়িবাঁধ সংস্কার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত...
বন্ধুদের সাথে গোসলে নেমে ফেরা হলো না শিশু জিহাদের হাজারও মানুষ ব্যার্থ
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ শিশু জেহাদ বন্ধুদের সাথে ব্রিজ থেকে লাফিয়ে গোসল করতে নেমে আর ফেরা হলো না। স্থানীয় হাজারো মানুষের ও ফায়ার সার্ভিসের...
জনগণ যেদিন তার পছন্দের ব্যাক্তিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার সুযোগ পাবে, সেদিনই...
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার স্বাধীনতা হরণ করেছিল। বিএনপি দেশের গণতন্ত্রকে...
শৈলকুপায় বিষধর সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহ শৈলকুপায় ঘুমন্ত অবস্থায় অপু নামের এক এইচএসসি পরীক্ষার্থী বিষধর সাপের কামড়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে...
সড়ক নয়, যেন মৃত্যু ফাঁদ! খনাখন্দে ভরা যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া অংশে চরম জনদুর্ভোগ!
✍️রাসেল মাহমুদ : যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া অংশ বর্তমানে পরিণত হয়েছে ভয়াবহ মৃত্যু ফাঁদে। পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্তের। ফলে চরম ভোগান্তির শিকার...