শ্যামনগরে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত

0
301

শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগরে টেকসই ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি (এসএলএম) এর উপর কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টম্বর শ্যামনগর উপজেলা হলরুমে টেকসই ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি (এসএলএম) এর উপর কৃষক প্রশিক্ষন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ জসিম উদ্দীন, সিনিয়র উদ্যান তত্ত্ববিদ, সাতক্ষীরা মোঃ আমজাদ হোসেন, উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম ও কৃষি সম্প্রসারন অফিসার মোঃ আবুল হাসনাত প্রমুখ। বক্তারা এসএমএল প্রযুক্তির টাউর গার্ডেনিং, মিষ্টি পানি ধরে রেখে খালের পাড়ে সবজি চাষ এবং চিংড়ী ঘেরে ধান চাষ এ ৩ টি বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান ও মত বিনিময় করেন। উপর্যুক্ত প্রযুক্তি গ্রহনে কৃষক কৃষানীগণ আগ্রহ প্রকাশ করেন এবং ইতিমধ্যে আলোচ্য প্রযুক্তি গ্রহনকারী ৩ জন কৃষক তাদের অভিজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা এসএলএম টেকনোলজির উপর আরও প্রশিক্ষন ও পরিদর্শনী স্থাপন করার ব্যাপারে গুরাত্বারোপ করেন সাথে সাথে এই কর্মসূচীর সাফল্য কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here