দশমিনায় লঞ্চ চালুর দাবীতে মানববন্ধন পালন

0
296

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার আউলিয়াপুর লঞ্চঘাট এলাকায় ঢাকা-দশমিনা-পাংয়রা বন্দর নৌ রুটে লঞ্চ চালুর দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত বুধবার দুপুরে শত শত মানুষ ঘন্টাব্যাপি এই মানববন্ধনে অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন আনোযার হাওরাদার,সায়েম হোসেন,এলেম হাওলাদার প্রমুখ। এলাকাবাসী মানববন্ধনে আগত সাংবাদিকদের জানায়, ঢাকা-পায়রা বন্দর নৌ রুটের বাঁশবাড়িয়া, দশমিনা, আউলিয়াপুর লঞ্চঘাট গুরুত্বপূর্ন স্থান। এই রুটে ২০১৯ সালে বিলাসবহুল লঞ্চ চলাচল শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দ ফিরে আসে। ঢাকাগামী যাত্রীরা স্বল্প সময়ের মধ্যেই গন্তব্যে যেতে পারত। চলতি বছর মেলকার নেভিগেশন কোম্পানী এই রুট বাতিলে জন্য আদালতে মামলা দাযের করলে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে জেলার বাউফল,দশমিনা,গলাচিপা ও কলাপাড়ার হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here