মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ মহেশপুরে দালালের খপ্পড়ে জর্ডানে পাচারের শিকার হওয়া নারী ঝিনাইদহ এইচআরডিএফের উদ্যোগে ও আসকের সহায়তায় শুক্রবার উদ্ধার হয়ে দেশে ফিরেছে।
রবিবার দুপুরে নাজমা মহেশপুর প্রেসকাবে এসে তার করুন কাহিনী বর্ণনা করে। সে জানায়, ভাগ্য পরিবর্তনের আশায়, গত ২০১৯ সালের ১২ই ডিসেম্বর ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিমান যোগে সে জর্ডানে যায়। সেখানে দালালদের একটি সিন্ডিকেট তাকে একটি বাসায় আটকে রেখে যৌন হয়রানি ও শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায় সে ঝিনাইদহ এইচআরডিএফ-এর সমন্বয়কারী মানবাধিকার কর্মী আব্দুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করলে ঢাকা আইন ও সালিশ কেন্দ(আসক)এর সহযোগিতা ও সরকারের সার্বিক চেষ্টায় উদ্ধার হয়। সে আরো জানায়, দারিদ্রতার সুযোগ নিয়ে মোটা বেতনে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন কৈঝুরি ইউনিয়নের বাহারমোড় গ্রামের আলতাফ শেখের পুত্র আদম ব্যবসায়ী আলম ও ঢাকা পল্টনে রিক্রুটিং এজেন্সির মালিক জাহিদুল ১২/১২/১৯ইং তারিখে তাকে জর্ডানে মাহামুদের কাছে পাচার করে দেয়। মাহামুদ তাকে ঘরে আটকে রেখে বিভিন্ন বাসায় পাঠাতো। সে জানায়, মাহামুদের তিনতলা বিশিষ্ট ফাটে ৭০/৮০ জন বিভিন্ন দেশের নারী ছিল।
দেশে ফিরে এসে সে কান্নাজড়িত কণ্ঠে তার উপর নির্যাতনের বিচার দাবী করেন। সে এখন খুবই অসুস্থ। মহেশপুর হাসাপতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।