দুই মাসে ১১ জনের প্রাণহানী শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

0
263

শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে সুমাইয়া আক্তার (৮) নামে এক শিশু শিার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় গত দুই মাসে যুবক, গর্ভবতী মহিলা ও শিশুসহ ১১ জনের মৃত্যু হলো। মঙ্গলবার সকালে পৌর এলাকার সাতগাছি গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের সুজাল মন্ডলের মেয়ে ও সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিার্থী। শিশুর মা মনি আক্তার জানান, রাতের খাবার খেয়ে স্বামী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন একভাগে তার মেয়েকে সাপে কামড় দেয়। রাত ৪টার দিকে মেয়ের শরীরের যন্ত্রণা শুরু হলে গ্রাম্য ওঝার কাছে ঝাড়ফুঁক করতে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে সকালে শৈলকুপা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যুু হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here