যশোর উপজেলা পরিষদ নির্বাচনে নীরা মনোনয়ন পাওয়ায় কেশবপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত

0
295

উদয় শংকর সিংহ, কেশবপুর ব্যুরো : যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নূরজাহান ইসলাম নীরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে মঙ্গলবার বিকালে শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে চত্ত্বরে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী দে, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, সহ সভানেত্রী হীরা খাতুন , মোমেনা বেগম,আসমা বেগম, আসমা খলিল, মহিলা আওয়ামী লীগের বিথীকা বসু, তহমিনা খাতুন, কুলছুম বেগম. সালমা বেগম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here