যশোর জেলা ক্রীড়া সংস্থার কোষাধাক্ষ সোহেল মাসুদ হাসান টিটোর বোনের মৃত্যু, জেডিএসএর শোক

0
260

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থার কোষাধাক্ষ সোহেল মাসুদ হাসান টিটোর বোন জেবুনাহার রানু (৬৭) যশোর সদর হাসপাতালে চিকিৎস্যাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। সোমবার সন্ধায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার কোষাধাক্ষ সোহেল মাসুদ হাসান টিটো। তিনি দীর্ষদিন ধরে লিবারের সমস্যায় ভুগছিলেন। মরহুমের ৩ সন্তান জুয়েল, মুন্না ও তন্ময় যশোর জেলা দলের সাবেক হকি খেলোয়াড়।
এদিকে মরহুমের মত্যুতে ও তার শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর জেলা ক্রড়িা সংস্থার পক্ষে সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here