পাইকগাছা প্রতিনিধি ॥ পুলিশের সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছায়ে দেবার জন্য আইজিপি’র নির্দেশনায় পাইকগাছা হরিঢালী ইউনিয়ন ১নং বিট পুলিশিং এর সচতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হরিঢালী ইউনিয় পরিষদ কার্যালয়ে ১নং হরিঢালী ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি শেখ বেনজির আহমেদ বাচ্চু এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী। অনুষ্ঠিত সভায় বক্তারা বাল্য বিবাহ, যৌতুক, জুয়া, ইভটিজিং ও মাদকের তিকর প্রভাব সম্পর্কে নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মনিরুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ওসি (তদন্ত) আশরাফুল আলম। বক্তব্য রাখেন, হরিঢালী ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রাজিব গোলদার, ইউপি সদস্য হাবিবুর রহমান হবি। এছাড়া উপস্থিত ছিলেন মসজিদের ইমাম, ইউপি সদস্যবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।














