আইনজীবী সমিতির নির্বাচন প্রস্তুতির লক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা পরিষদের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা

0
248

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২১ এর প্রস্তুতির লক্ষ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা পরিষদের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনের সভাপতি প্রার্থী হিসেবে গাজী আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহানুর আলাম শাহিনকে পরিচয় করিয়ে দেয়া হয়। একই সাথে আগামি ৭ দিনের মধ্যে অন্য পদে প্রার্থী হতে ইচ্ছুক সদস্যদের নাম নির্বাচন পরিচালনা পরিষদের কাছে জমা দেয়ার আহবান করা হয়েছে।
১ নম্বর আইনজীবী সমিতির ভবন মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপত্বি করেন পরিষদের আহবায়ক পিপি এম ইদ্রিস আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা পরিষদের অন্যতম সদস্য জিপিপি কাজী বাহাউদ্দিন ইকবাল, রফিকুল ইসলাম পিটু, আব্দুল কাদের আজাদ, খন্দাকার দেলোয়ার হোসেন, আবু সেলিম রানা, সৈয়দ মোকাররম হোসেন, রবিউল হক সুজা, মোস্তাফিজুর রহমান মুকুল, এসএম বদরুজ্জামান পলাশ, আসাদুজ্জামান বাবুল, জিএম আবু মুছা, গাজী আব্দুল কাদির, শাহানুর আলাম শাহিন প্রমুখ। সভা পরিচালা করেন নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী রায়হান। সভায় বক্তারা ১৪ দলীয় জোট বদ্ধ হয়ে নির্বাচনের ঘোষনা দিয়ে প্যানেলের সকল প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ভোট দেয়ার আহবান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here