কপিলমুনিতে ক্রেতা সাধারণের মাঝে টিসিবির পণ্যসামগ্রী বিক্রয়

0
230

কপিলমুনি প্রতিনিধি ঃ কপিলমুনিতে রবিবার সকাল ১০ টার দিকে ক্রেতা সাধারণের মাঝে সরকার প্রদত্ত ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে। ট্রাকযোগে কপিলমুনি মোকামের জনতা ব্যাংক সংলগ্ন খুলনা-পাইকগাছা মেইন সড়কের পাশে জনপ্রতি ৩৯০ টাকার একটি প্যাকেজে ১ কেজি পেয়াঁজ, ২ কেজি মুসুরের ডাউল, ২ কেজি চিনি ও ২ লিটার তৈল বিক্রয় করা হয়। এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিা কর্মকর্তা ট্যাগ অফিসার মোঃ আলমগীর হোসেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম বিশ্বাস, মফিজুল ইসলাম ও সাগর অধিকারী প্রমুখ। প্রসংগত, বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর পে কপিলমুনি অঞ্চলে মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের স্বাধিকারী আমিনুল ইসলাম বজলু কপিলমুনি ডিলার হিসেবে কপিলমুনি পয়েন্টে টিসিবির পণ্য সামগ্রী ক্রেতাদের মাঝে বিক্রয় করছেন। তবে এবারের কোটায় বরাদ্ধের পরিমাণ ছিল পেয়াঁজ ২০০ কেজি, ডাউল ৫০০ কেজি, চিনি ৬০০ কেজি ও ভোজ্যতৈল ৫০০ লিটার। কিন্তু কপিলমুনিতে ক্রেতা সাধারণের চাহিদার তুলনায় বরাদ্ধ একেবারেই অপ্রতুল। সর্বশেষ পৃথক সমিকরণে কপিলমুনি পয়েন্টে টিসিবির এসব পণ্যসামগ্রীর বরাদ্ধ বৃদ্ধির জন্য মতামত ব্যক্ত করেছেন সকলে। সেেেত্র সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সৃ-দৃষ্টি কামনা করেছেন কপিলমুনিবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here