কেশবপুর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকির ঘটনায় কাউন্সিলর আফজাল হোসেন বাবুর সংবাদ সম্মেলন

0
242

এহসানুল হোসেন তাইফুর : বাবাকে কেশবপুর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য মুখোশধারীরা ছেলেকে ভয়ভীতিসহ হুমকি দেওয়ায় তার বাবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবু সংবাদ সম্মেলন করেছেন। কেশবপুর প্রেসকাবের হলরুমে রবিবার সাড়ে ১১ ঘটিকায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আফজাল হোসেন বাবু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে প্রশাসনের হস্তপে কামনা করে হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আফজাল হোসেন বাবু লিখিত বক্তব্য পাঠকালে বলেন, গত ৩ অক্টোবর সন্ধ্যায় তার বড় ছেলে ফয়সাল আরেফিন তামিমকে শহরের নারকেল হাটা সংলগ্ন সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের বাড়ির পাশে ফাঁকা রাস্তায় একা পেয়ে মুখোশধারীরা পথরোধ করে। এ সময় তারা ছুরি দেখিয়ে আমাকে কাউন্সিলর পদে না দাঁড়ানোর জন্য ভয়ভীতিসহ ছেলেকে হুমকি দেয়। কাউন্সিলর পদে নির্বাচন করলে মুখোশধারীরা আমাকে ও আমার ছেলেকে প্রাণনাশের কথাও বলে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার ছেলে আরেফিন তামিম ও শ্যালক আবুল হাসান। এ ঘটনায় আফজাল হোসেন বাবু কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ছেলেকে ভয়ভীতিসহ হুমকি ঘটনায় কাউন্সিলর আফজাল হোসেন বাবুর লিখিত অভিযোগের বিষয়টি কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here