মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো কালীগঞ্জের শিার্থীরা

0
222

স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দুধসর ভবানীপুর গ্রামের হতদরিদ্র রিকশাচালক পিতার এইচএসসি পরীার্থী কন্যা জেসমিন আক্তার। অসুস্থতা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক জানান, জেসমিনের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধী ক্যান্সার। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু হতদরিদ্র রিকশাচালক পিতার পে জেসমিনের চিকিৎসার বিপুল ব্যয় বহন করা অসম্ভব। মেধাবী শিার্থী জেসমিনের চোখে মুখে শুধু বাঁচার করুণ আকুতি। পাশে দাঁড়িয়েছে কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন। এমতবস্থায় জেসমিনের পাশে দাঁড়িয়েছে শিার্থীদের সংগঠন “কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন”। গত ১ সপ্তাহ ধরে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে মানুষের কাছে গিয়ে জেসমিনের জন্য মোট ২১ হাজার টাকার তহবিল সংগ্রহ করেছে সংগঠনটি। সংগঠনটির এমন ব্যতিক্রমী মানবিক কার্যক্রমের প্রশংসা এখন সকলের মুখে মুখে। এ ব্যাপারে সংগঠনটির সভাপতি এবং মুখপাত্র মোস্তফা ইবনে মাসুদ বলেন, কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন কালীগঞ্জের শিার্থীদের নিয়ে গঠিত একটি সেচ্ছাসেবী সংগঠন। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিার্থীবান্ধব বিভিন্ন আয়োজনের পাশাপাশি আমরা সমান ভাবে মানবিক কার্যক্রম গুলোও পরিচালনা করছি। তিনি আরো বলেন, ইতোপূর্বে ব্রেন টিউমার আক্রান্ত শিশু মৌন, চোখে আঘাত প্রাপ্ত নাসিম, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত গোপাল, রনজিৎ দাস, মেধাবী শিার্থী সুমাইয়া, অটোচালক জহরুল ইসলাম, অসহায় নারী আমেনা বেগম সহ আরো অনেক কেই চিকিৎসা বাবদ প্রায় ৬০০০০ টাকার সহায়তা কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন থেকে প্রদান করা হয়েছে। কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, ২০১৮ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ভাবে সামাজিক ও মানবিক কাজ করার চেষ্টা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here