যশোর সদর উপজেলা চেয়ারম্যান উপ নির্বাচন তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে নূর-উন-নবীর নির্বাচনী প্রচারণা শুরু

0
253

স্টাফ রিপোর্টার: সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি প্রার্থী নূর-উন-নবী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
গতকাল রোববার দুপুর একটায় তিনি জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কারবালা কবরস্থানে গিয়ে প্রয়াত নেতার কবর জিয়ারত করেন। নগর বিএনপির উদ্যোগে কারবালা থেকে ওয়াপদা পর্যন্ত গণসংযোগ করেন। এ সময় নূর-উন-নবী সড়কে চলাচলরত পথচারী এবং ব্যবসায়ীদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দিয়ে তাদের কাছে ভোট ও দোয়া চান। নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকান্ডের বাইরে থাকা কর্মী ও সমর্থকরা এই নির্বাচনী প্রচারনায় দারুণভাবে উজ্জীবিত হয়েছেন। তারা হামলা-মামলা, জেল জুলুম, হুলিয়া উপেক্ষা করে জীবন দিয়ে হলেও শেষ পর্যস্ত নির্বাচনী মাঠে থাকতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সামনে পাহাড়সম বাঁধা আসলেও সেটিকে প্রতিহত করে ভোটের মাঠে থাকতে তারা প্রস্তুত। ধানের শীষের বিজয় নিশ্চিত করেই তারা ঘরে ফিরবেন। তারা শাসকদলকে বুঝিয়ে দিতে চায় বার বার ভোট ডাকাতি করা যাবে না। সেই লক্ষ্যে সকলে আপসহীন থেকে একট্টা হয়ে কাজ করবেন। বিকাল চারটায় বিএনপি প্রার্থী নগর বিএনপির উদ্যোগে শহরের দড়াটানা মোড় থেকে এইচএমএম সড়ক হয়ে বড় বাজার পর্যন্ত গণসংযোগ করেন। প্রার্থী পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মালিক কর্মচারীদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দিয়ে তাদের ভোট ও দোয়া চান।
এদিকে বিএনপি প্রার্থী নূর-উন-নবী প্রথম দিনের প্রচারনার অংশ হিসেবে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত ও গণসংযোগে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রচারনা শেষে বিএনপি প্রার্থী নূর-উন-নবী সাংবাদিকদের বলেন, প্রথম দিনে আমি সাধারণ ভোটারদের ব্যাপক সমর্থন পেয়েছি। যদিও তারা অনেক সংশয়ের মধ্যে রয়েছেন। বিগত নির্বাচনে যেভাবে ত্রাস সৃষ্টি করে তাদের ভোট ডাকাতি করা হয়েছিল, এই নির্বাচনেও তারা সেই পথ অনুসরণ করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গোলাম মোস্তফা, আলহাজ্ব মিজানুর রহমান খান, নগরবিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়াও শহরতলী পুলেরহাট বাজারে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ীদের কাছে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া চান। এ সময় তারা সঙ্গে ছিলেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, আরবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, বিএনপি নেতা আব্দুস সোবহান টুনু, গোলাম মোস্তফা, খায়রুল ইসলাম, রেজাউল করিম, মশিয়ার রহমান, আলমগীর সিদ্দিকী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here