রূপদিয়া এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
252

শিমুল ইসলাম, রূপদিয়া ॥ যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে পাশে জিরাট গ্রামের নরেন্দ্রপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা সফিয়ার রহমানের একমাত্র ছেলে তামিম হোসেন (৮) পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে ( ইন্না লিল্লাহি- অ- ইন্না-ইলাহি রাজিউন)। জানাযায় রবিবার বেলা ১ টার সময় খেলার ছলে তামিম তারই আপন চাচাত ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে নিজ পুকুরে বর্সি দিয়ে মাছ শিকার করতে যায়। শিশু তামিম অসাবধানবসত পুকুরে গভীর পানিতে পড়ে যায়। চাচাত ভাই শিহাব এঘটনা দেখে তাড়া তাড়ি বাড়িতে এসে তার স্বজনদের বলে। কিন্ত শিহাবের কথা স্বজনদের বুঝতে একটু দেরি হয়ে যার। অবশেষে বুঝতে পেরে দৌড়ে পুকুর পাড়ে যেয়ে পুকুর থেকে তামিমকে উদ্ধার করে ততক্ষণে তামিম আর বেচে নেই বলে পারিবারিক সূত্রে জানাযায়। তামিম জিরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো। এঘটনায় তামিমের মা বাবা ও স্বজনদের আহজারীতে উপস্থিত দুর দুরন্তের লোকজনেরা চোখে পানি ধরে রাখতে পারেনী। আছর বাদ জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তামীমের দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here