আর কত বয়স হলে বয়স্ক ভাতার তালিকায় নাম উঠবে শৈলকুপার নিলা বেগমের

0
253

শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের নিলা বেগম (৮০) আর কত বয়স হলে বয়স্ক ভাতার তালিকায় তার নামটি উঠবে। নিলা বেগম বসবাস করেন খন্দকবাড়িয়া গ্রামের অবসর প্রাপ্ত শিক আমানুল্লাহ ঘরের বারান্দায়। স্বামী যাবেদ মন্ডল স্বাধীনতা যুদ্ধের আগে মৃত বরণ করেন। দীর্ঘ ৫০বছর পরের বাড়ীতে চেয়ে খেয়ে জীবনযাপন করছেন। বয়সের ভারে চলাচল করতে তার কষ্ট হচ্ছে। গতকাল রাতে তেল লবনের অভাবে না খেয়েই রাত যাপন করেছেন তিনি। অনেক ধন্যা দিয়েছেন কিন্তু একটা বয়স্ক ভাতা জুটলনা তার কপালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here