আশাশুনির সাংবাদিক সাহেব আলীর মাতার দাফন সম্পন্ন

0
330

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ আশাশুনির সাংবাদিক সাহেব আলীর মাতা ও আশাশুনি সদরের মৃত আব্দুল মাজেদ মোড়লের স্ত্রী ছবিরন বিবি (৭২) এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মরহুমার যানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে। যানাজা নামাজে ইমামতি করেন সাংবাদিক এমএম সাহেব আলীর কনিষ্ঠ পুত্র হাফেজ সৌরভ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, আশাশুনি প্রেসকাব সভাপতি জি,এম আল ফারুক, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, সাবেক ছাত্রনেতা হোসেনুজ্জামান হোসেন, আশাশুনি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আবু জাহেদ আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুল করিম, ইমাম হাফেজ আবুজার গিফারী, মাও: আবুল কাশেম, ইমাম প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন সহ সাংবাদিক, শিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সাংবাদিক এমএম সাহেব আলীর মাতা হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সন্ধ্যা ৭.১০ মিঃ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here